ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়
ডাটা এন্ট্রি মোবাইলে করা যায় এবং বর্তমানে অনেকেই মোবাইল ব্যবহার করে ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ করে আয় করছেন। ডাটা এন্ট্রি কাজ করার জন্য কিছু জিনিস জানা বা থাকা দরকার|এছাড়াও ডাটা এন্ট্রি শিখতে কতদিন সময় লাগবে, ডাটা এন্ট্রি করে সাবলম্বী হওয়া যায় কি বিস্তারত জানতে সাথে থাকুন।
মোবাইলে দিয়ে ডাটা এন্ট্রি করার জন্য যা থাকা অবশ্যক।একটি স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার। এর সাথে থাকতে হবে ইন্টারনেট সংযোগ। তাহলে মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করা যাবে। নিচে পোস্টটির মাধ্যমে বিস্তারিত জানানো হলো।
সূচিপত্রঃ ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়
ডাটা এন্ট্রি কি
ডাটা এন্ট্রি কত প্রকার ও কি কি
- MS-excel data entry
- Spelling checking
- Job posting
- Data coversation
- Database creation
এমএস এক্সেল ডাটা এন্ট্রি কি
এমএস এক্সেল ডাটা এন্ট্রি হলো একটি স্প্রেডশীট প্রোগ্রামে তথ্য প্রবেশ করানো বা ইনপুট করার প্রক্রিয়া। এমএস এক্সেল ডাটা এন্ট্রি মূলত টেবিলের মতো।এটা বেশি ভাগ যেখানে ব্যবহার করা হয় যেমনঃ
- অফিস রিপোর্ট
- হিসাব-নিকাশ
- প্রজেক্ট প্ল্যান
- ইনভেন্টরি ম্যানেজমেন্ট
- মার্কেটিং লিড তালিকা
- অনলাইন ফ্রিল্যান্সিং কাজ
স্পেলিং চেকিং কি
স্পেলিং চেকিং হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা বৈশিষট একটি সফটওইয়্যার টুল যা কোনো লেখার মধ্যে ভুল বানান সনাক্ত করে এবং সংশোধন করে। সহজ ভাষায় বলতে গেলে বানান ভুলের জন্য আপনার লেখা পরীক্ষা করা| ভুল বানান চিহ্নিত করা, সঠিক বানান দেখিয়ে তার সংশোধন করা, প্রস্তুত করা লেখার মান উন্নত করে ভুল বানান জনিত বিভ্রান্তি এড়াতে সাহায্য করে|
জব পোস্টিং কি
জব পোস্টিং হলো একটি কোম্পানি বা ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন প্রকাশ
করানো হয়। যেখানে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো
হয়। জব পোস্টিং চাকরির বিজ্ঞাপন বা কাজে তালিকা হিসেবে উল্লেখ করা
হয়। একটি চাকরি পোস্টিংয়ে পদের নাম কাজের, বিবরণ প্রয়োজনের
যোগ্যতা ,চাকরি স্থা্ন,বেতন এবং আবেদন করার পদ্ধতি ইত্যাদির বিষয়
উল্লেখ করা থাকে।
ডাটা কমিউনিকেশন কি
ডাটা কমিউনিকেশন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য
ডিভাইসে অথবা এক স্থান থেকে অন্য স্থানে ডাটা বা তথ্য আদান প্রদান করা হয়।
এটি ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে তথ্যের আদান প্রদানের একটি মাধ্যম।যেখান থেকে
ডাটা পাঠানো হয় যেমন কম্পিউটার মোবাইল ফোন ইত্যাদি। যেখান থেকে গ্রহণ
করে এবং গন্তব্যের দিকে পাঠানো হয় এবং প্রস্তুত করে যেমন
মডেম।
ডাটাবেস ক্রিএনশন কি
ডাটাবেজ তৈরি করা মানে ডাটা সংরক্ষণের জন্য একটি স্থান তৈরি করা। এটিকে
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে ডাটা সংগ্রহ সংগঠন এবং
পরিকল্পনা করার জন্য একটি কাঠামো তৈরি করার হিসেবেও সংক্রান্তি করা যেতে পারে
একটি ডাটাবেজ তৈরি করার জন্য সাধারণত একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
ব্যবহার করা হয়। যেমনঃ MySQl,PostgreSQL, বা SQL Server.
নাইস-সল্ভ; আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url