রূপচর্চায় আলুর রস যেভাবে ব্যবহার করে বিদেশীরা
রূপচর্চায় আলুর রস যেভাবে ব্যবহার করে বিদেশীরা। আলুর কথা শুনলে বিভিন্ন খাবারের কথা মনে পড়ে যায়। কিন্তু এটি যে ত্বকের জন্য বিশেষ উপকারী এ কথা কি আপনি জানেন?
একটু বাইরে দেশের কথা বলি যেমন:কোরিয়ায় কিংবা চীন জাপানে এই আলোকে
বিভিন্ন রূপচর্চার বেশি ভালোভাবে কাজে লাগানো হয়।কিন্তু কিভাবে আলুকে কাজে
লাগিয়ে কিভাবে কোরিয়ান কিংবা চীন জাপানের মেয়েরা সুন্দর ত্বকের অধিকারী
হয়েছে জানা যাক।
ত্বকের জন্য আলুর প্রয়োজনীয়তা
আলু এক ধরনের সবজি। আলুতে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান যা
ত্বকের জন্য ভালো যেমন ভিটামিন সি, ভিটামিন বি,পটাশিয়াম ম্যাগনেসিয়াম,
খনিজ, ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান।এসব উপদান আপনার ত্বকে ভিতর থেকে
উজ্জ্বল করে ও ভিতর থেকে উজ্জ্বল বাড়াই। দুশ্চিন্ত বা অনিদ্রায়
আমাদের চোখের নিচে যে কালো দাগ তৈরি হয় তা নিমিষেই দূর করা যায় এই আলুর
মাধ্যমে।আমরা জানি সময়ের এর সাথে আমাদের বয়স বাড়ে।চেহারার সৌন্দর্যকে ধরে
রাখতে চাইলে নিয়মিত রূপচর্চা করতে হবে।
আলু ব্যবহার করেন তাহলে আপনি
আপনার সৌন্দর্য ধরে রাখতে সক্ষম হবেন। অনেকে গায়ের রং ফর্সা করার জন্য
ব্লিচ ব্যবহার করে থাকেন। এর কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া অনেক মারাত্মক।
তাই সরাসরি ত্বকে ব্যবহার না। প্রাকৃতিক আলু ব্যবহার করতে পারেন।
কিভাবে আলুর রস ব্যবহার হয়
এবার
উপায় জানিয়ে দিচ্ছি। আলু থেকে রস তৈরি করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি
করতে হবে তা হলো আলু কুচিয়ে তাতে চাপ দিয়ে রস বের করে নিন। এবার আপনার যদি
কোথাও ব্রণ এর দাগ থাকে তাহলে আলুর সাথে কাঁচা দুধ মিশেয়ে নিন। যদি
এলো ভালো ফলাফল পেতে অলিভ অয়েল নিন। ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে হলে
আপনাকে আলুর সাথে গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। আর যদি গায়ের রং ফর্সা বা
উজ্জল করতে চান তাহলে আলুর রসের সজ্ঞে মিশিয়ে নিন লেবুর রস।
এক মাসে ত্বকের পরিবতণ
রূপচর্চায় আলুর
রসকে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এর পরিমাণ জানতে হবে।যদি আপনি ২ চামচ
আলুর রস নেন তাহলে তার সজ্ঞে দুধ,গ্লিসালিন , অলিভ অয়ের কিংবা লেবুর রসও ২
চামচ পরিমাণই মিশাতে হবে। নিয়মিত ব্যবহারে এক মাসের মধ্যেই আপনি আপনার
পরিবতণ দেখতে পাবেন।
নাইস-সল্ভ; আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url