ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়ানোর ২০টি টিপস

আপনি কি ব্লগার ওয়েবসাইটে অর্গানক ভিজিটর বাড়াতে চাচ্ছেন। বর্তমানে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছেতা। এই আর্টিকেলে দেখানো কৌশল গুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের অনেক বেশি ভিজিটর আনতে পারবেন আশা করা যায়।

ব্লগার-ওয়েবসাইটে-অর্গানিক-ভিজিটর-বাড়ানোর-উপায়
আজকে ব্লগার ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করবো। যা আপনার ওয়েবসাইটের জন্য হেল্পফুল হবে এই আর্টিকেলে দেখানো কৌশলগুলো ব্যবহার করে ভিজিটর বাড়াতে পারবেন। নিচে কয়েকটি কৌশল বা উপায় তুলে ধরা হলো।

সূচিত্রঃ ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়ানোর উপায়

ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়ানোর উপায়

ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়াবেন কিভাবে তার ২০ টি উপায় বা টিপস শেয়ার করবো আপনাদের সাথে। একটি ওয়েবসাইট কতটা সফল হবে তা নির্ভর করে তার ভিজিটরের সংখ্যা ও মানের উপর। বেশি ভিজিটর মানে বেশি সম্ভাব্য ক্রেতা বা ব্যবহারকারী ভিজিটররা যত বেশি সময় ওয়েবসাইটে কাটাবে ব্যবসার প্রতি বিশ্বাস ততো বাড়বে। ভিজিটরের আগ্রহ ও আচরণের বিশ্লেষণ করে সহজে বোঝা যায় কোন কন্টেন্টের পণ্য সেবা বা সবচেয়ে জনপ্রিয়। ভেজিটরের উপস্থিতি একটি ওয়েবসাইটের ব্যবসায়িক বৃদ্ধি, ব্যান্ড, ভ্যালু এবং লাভজনক এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

  • সোশ্যাল মিডিয়া ভিজিটরঃ সোশ্যাল মিডিয়া ভিজিটর হলো সেই ইন্টারনেট ব্যবহারকারী যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব বা লিংকডইন থেকে আপনার ওয়েবসাইট প্রবেশ করে। তারা পোস্ট, বিজ্ঞাপন ও শেয়ার করা লিঙ্কে ক্লিকের মাধ্যমে সাইটে আসে। এধরনের ভিজিটর ওয়েবসাইটে অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে সাহায্য করে।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং: ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়ার অন্যতম কার্যকর মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন টুইটারের মতো প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট শেয়ার করলে সহজে এর ভিজিটর বাড়ানো যায় । ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম রিলস, লিঙ্কডইন কমিউনিটি ব্যবহার করে মানসম্মত দর্শক পাওয়া সম্ভব নিয়মিত ব্যবহার শক্তিশালী করে তোলে।

অর্গানিক ভিজিটর বাড়ানোর সহজ টেকনিক

অর্গানিক ভিজিটর বাড়ানোর টেকনিক বা উপায় আপনি কি অর্গানিক ভাবে ভিজিটর বাড়াতে চাচ্ছেন। অর্গানিক ভিজিটর হলো সেইসব ইন্টারনেট ব্যবহারিক যারা কোনো বিজ্ঞাপন ছাড়াই স্বাভাবিকভাবে আপনার ব্লগার ওয়েবসাইটে আসতে পারে। তারা নির্দিষ্ট কীওয়ার্ড ব্যবহার করে যখন সার্চ করে এবং আপনার কনটেন্ট এর সাথে সেই কীওয়ার্ড মিলে যায় তখন তারা আপনার ওয়েবসাইটে পৌঁছে যায়। এসব ভিজিটরকে অর্গানিক ভিজিটর বা ফ্রি ভিজিটর বলা হয়। 

ব্লগার-ওয়েবসাইটে-অর্গানিক-ভিজিটর-বাড়ানোর-উপায়

অর্গানিক ভিজিটর বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক কীওয়ার্ড রিসার্চ করা। আপনার কনটেন্টের সাথে সম্পর্কিত জনপ্রিয় এবং সহজে খুঁজে পাওয়া যায় এমন কীওয়ার্ড খুঁজে বের করতে হবে আপনাকে। তারপর সেই কীওয়ার্ডগুলোকে যথাযথভাবে কন্টেন্টের সাজিয়ে ব্যবহার করতে হবে। ১০ বারের বেশি কীওয়ার্ড ব্যবহার করলে এতে বিপরীত ফল হতে পারে তাই এ আর্টিকেলের কৌশলগুলো ভালোভাবে অনুসরণ করা জরুরি। 

শুধু টেকনিক্যাল এসইও নয় কন্টেন্টের মান অন্যতম গুরুত্বপূর্ণ। আপনার কনটেন্ট অবশ্যই পাঠযোগ্য ও আকর্ষণীয় হতে হবে যাতে করে দর্শকেরা উপকৃত হয় এবং অন্যদের সাথে শেয়ার করে। নিয়মিত নতুন ও মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা তাহলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে বেশি গুরুত্ব দেবে। যার ফলে আপনার কনটেন্টগুলো স্বাভাবিকভাবে অর্গানিক ভিজিটর বৃদ্ধি পায় ও কনটেন্ট ব্যাংকিং করে। 

ব্লগার ওয়েবসাইটে রেফারেল করে ভিজিটর আনবেন কিভাবে 

কোন ওয়েবসাইটে থাকা লিংক করে তাদের ওয়েবসাইটে নিয়ে যায় অর্থাৎ তারা চার্জ ইঞ্জিন সোশ্যাল মিডিয়ার ব্যবহার না করে ব্লক ফোরাম বা বিভিন্ন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে তাদের সাইডে নিয়ে গিয়ে প্রবেশ করান। এখানে তাদের কনটেন্ট উল্লেখ করা থাকে এবং লিঙ্ক আকারে শেয়ার করা থাকে। সেখান থেকে এই ভিজিটররা আসে রেফারেল ভিজিটর শুধু ওয়েবসাইটের ভিজিটর বাড়ায় না বরং নতুন দর্শকের কাছে পৌঁছাতে এবং বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে ও সাহায্য করে।

আরো পড়ুনঃ কনটেন্ট রাইটিং করে কিভাবে আয় করা যায়  

ডাইরেক্ট ভিজিটরঃ ডাইরেক্ট ভিজিটর হলো সেই দর্শক যারা সরাসরি ওয়েবসাইটের ইউনিফর্ম রিসোর্স লোকেটর টাইপ করে বা বুকমার্ক থেকে প্রবেশ করে। তারা সাধারণত  সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসে না। আপনাকে ভিজিটর আনতে হলে ওয়েবসাইটের মানসম্মত ও প্রাসঙ্গিক কন্টেন্ট থাকা জরুরি। আকর্ষণীয় কন্টেন্ট থাকলে দর্শকরা আপনার ওয়েবসাইটে আসতে পারেন ফেস বুক মার্ক ব্যবহার করতেও উৎসাহিত করা যেতে পারে। এ মেয়ের মার্কেটিং এর মাধ্যমে সরাসরি লিংক শেয়ার করে ভিজিটর আনা যায় ফলে ওয়েবসাইটের ডাইরেক্ট ভিজিটর বৃদ্ধি পায়। 

পেইড ভিজিটরঃ পেইড ভিজিটর হলো টাকার মাধ্যমে যেসকল  ফেসবুকে অ্যাড , ইনস্টাগ্রামে অ্যাড বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাডসহ নানা ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবহার করা হয় নিয়মিত এবং ঠিকভাবে বিজ্ঞাপন চালালে দ্রুত টার্গেট ভিজিটর পাওয়া যায় যা ব্যবসা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিজিটর মূলত আপনার পণ্য বা সেবা প্রচারের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া বিজ্ঞাপনের মাধ্যমে এসে থাকে। পেইড ভিজিটর আনতে হলে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে।

ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়াতে এসইও করুন

আমাদের সবারই  লক্ষ্য আমাদের ওয়েবসাইটকে সবার সামনে পৌঁছানো। তার জন্য আমাদেরকে এসইও করতে হবে , এসইও এমন একটি কৌশল যার মাধ্যমে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন  ভালো র‍্যাঙ্ক পাওয়া যায় এবং মানুষ সহজেই তা খুঁজে পায়। ভাদু মানুষ চার্স রেজাল্টের প্রথম কয়েকটি লিংকের ক্লিক করেন তাই প্রথম পাতায় থাকা মানে ভিজিটর এবং সম্ভাব্য ক্রেতাদের বেশি সুযোগ পাওয়া যায়। বেশি বেশি ভিজিটর পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে ভালোভাবে এসইও করতে হবে।

  • অন পেজ এসইওঃ অন পেজ এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে ওয়েবসাইটের অভ্যন্তরীণ কনটেন্টের অংশ। যা আমাদের কন্টেন্টের ভেতরে কাজ করতে হয়, এর উদ্দেশ্য হলো সার্চ ইঞ্জিন সহজে ওয়েবসাইটটি বুঝতে এবং ক্রোল করতে পারে যাতে সার্চ রেজাল্টে  ওয়েবসাইটটি উপরের দিকে আসে।
  • অফ পেজ এসইওঃ অফ পেজ এসইও বলতে বুঝি বাহিরের অংশ, যা ওয়েবসাইটে বাহিরে প্রয়োগ করা হয় এবং সরাসরি ওয়েব সাইটে কন্টেন্টের ওপর নয় এর মূল উদ্দেশ্য হলো ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের রেংকিং বৃদ্ধি করা।

কীওয়ার্ড রিসার্চ ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়ানোর জন্য 

কীওয়ার্ড রিসোর্স এর মাধ্যমে ভিজিটর বাড়ানো যায়। তার জন্য কিছু নিয়ম বা টিপস অবলম্বন করতে হয় যেমন: ভিজিটর কোন বিষয় নিয়ে বেশি রিসার্চ করেন, তারা কেন সেই বিষয়টি রিসার্চ করে ,কি জানতে চায়, ভবিষ্যতে তারা কি আবার একই ধরনের তথ্য খুঁজতে আসবে। রিসার্চ মাধ্যমে নির্বাচন করা হয় কোন কি ওয়ার্ড আপনার ওয়েবসাইটের জন্য ভালো এবং কোন কিওয়ার্ড দিয়ে মানুষ আপনার ওয়েবসাইট সহজে খুঁজে পাবেন এবং কিওয়ার্ড ডিফিকাল্ট বিশ্লেষণ করা হয় যাতে প্রতিযোগিতা স্তর এবং জনপ্রিয়তা বোঝা যায়। কীওয়ার্ড রিসার্চ করা নতুনদের জন্য অনেক কষ্টকর হয়ে ওঠে। ইউ আর রিসার্চ একটি পরিকল্পিত প্রক্রিয়া যা আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে দৃশ্যমান করে এবং দীর্ঘমেয়াদী ভিজিটর আসার রাস্তা করে দেয়।

আরো পড়ুনঃ মোবাইল অ্যাপ ডেভেল্টমেন্ট করে আয় করুন 

ইন্টারনাল লিংকঃ ইন্টারনাল লিংক ওয়েবসাইটের ভেতরের এক পিস থেকে অন্য পেজে লিংক করার প্রক্রিয়াকে ইন্টারনাল লিংক বলে। এটি ভিজিটর বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে এবং এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিকভাবে ইন্টারনাল লিংক ব্যবহার করতে পারে যেসব উপকারিতা পাওয়া যায়। ভিজিটর ওয়েবসাইটে বেশিক্ষণ থাকে বেশি সময় কাটায় ,বাউন্স রেট কমে যায় ও ওয়েবসাইটে এনগেজমেন্ট বাড়ে। নতুন কনটেন্ট তৈরি করার সময় পুরনো প্রাসঙ্গিক পেজে লিংক করলে নতুন কনটেন্ট দ্রুত সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়। জনপ্রিয় বা উচ্চ রেংকিং পেজ থেকে নতুন কনটেন্ট এর লিংক দিলে সেটিও দ্রুত ভিজিটর বাড়ে।

অ্যাংকর ট্যাগ ব্যবহার করে ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়ানোর উপায় 

ওয়েব সাইটে ভিজিটর বাড়ানোর একটি কার্যকর পদ্ধতি হলো অ্যাংকর ট্যাগ। সঠিকভাবে অপ্টিমাইজ  করা অ্যাংকর ট্যাগ ব্যবহার করলে ব্যবহারকারীরা সহজেই ওয়েবসাইটের ভেতরে নেভিগেট করতে পারে। এতে করে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য একসাথে খুঁজে পায় ফল ওয়েবসাইটে বেশি সময় কাটাই এবং বাউন্স রেট কমে যায়। পাশাপাশি সঠিক কীওয়ার্ড সমৃদ্ধ অ্যাংকর ট্যাগ ব্যবহার করে  সার্চ ইঞ্জিন সহজে কনটেন্টের বিষয়বস্তু বুঝতে পারে। যার ফলে সার্চ রেজাল্ট পেজের রেংকিং উন্নত হয় যা ভিজিটর বাড়াতে সহায়তা করে। অ্যাংকর ট্যাগ ব্যবহারে সময় অবশ্যই পা সঙ্গীকে ওয়ার্ল্ড ব্যবহার করা উচিত সাধারণ টেক্সটের পরিবর্তে কন্টেন্ট সম্পর্কিত নির্দিষ্ট শব্দ ব্যবহার করা উচিত। 

এতে করে ব্যবহারকারীরা বুঝতে পারে কোন লিংকে গেলে কি ধরনের তথ্য পাওয়া যাবে। ঠিকভাবে করার রেংকিং অপটিমাইজেশন শুধু ওয়েবসাইটের ভিজিটর বাড়ায় না বরং ব্যবহারকারীদের আসতে সহযোগিতা করেন। এতে করে তারা আপনার ওয়েবসাইটে বারবার আসতে আগ্রহী হয়। এটি ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভেজিটর বাড়ানোর গুরুত্বপূর্ণ কৌশল।

ইমেজ কেমন ব্যবহার করা উচিত ব্লগার ওয়েবসাইটে

ইমেজ সাইজ বড় হওয়ার কারণে ওয়েবসাইটটি ধীরগতি হয়। ওয়েবসাইট দ্রুত লোড করাতে হলে ইমেজ ফাইলের সাইজ কমানো খুবই জরুরী। তার জন্য সঠিক ফরম্যাট ডাবলু ই বি পি ব্যবহার করা উত্তম।এই ফরম্যাট গুলো হালকা হয় এবং ওয়েবসাইটের লোডিং টাইম কমাতে সাহায্য করেন ।ইমেজ সাইজ কমানোর জন্য বিভিন্ন টুল ব্যবহার করা যেতে পারে।

পেইড মার্কেটিংঃ এসইও থেকে ফলাফল পেতে সময় লাগে তাই দ্রুত ভিজিটর বাড়াতে পেইড মার্কেটিং একটি জনপ্রিয় উপায়। গুগল এডসেন্স অ্যাডস ব্যবহার করে নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে সহজেই টার্গেট লোকজনকে আকর্ষণ করা যায়। গুগল সার্চ ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো হয় ফলে অল্প সময়ে ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য নির্দিষ্ট বাজেট পরিকল্পনা করা জরুরী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দিলে নির্দিষ্ট ভিডিওর উপর ভিজিট টার্গেট করলে দ্রুত ব্র্যান্ড সচেতনতা তৈরি হয় এবং সম্ভব্য গ্রাহক পাওয়া যায় সহজেই।

কনটেন্ট মার্কেটিং করে ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বাড়ানোর উপায় 

এখন মার্কেটিং মানসম্মত ও উপযোগী কনটেন্ট একটি ওয়েবসাইটের সাফল্যের মূল চাবিকাঠি আপনার ওয়েবসাইটে যদি দশকের জন্য অর্থবহুল আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক কনটেন্ট থাকে তবে ভিজিটর বাড়তে এবং ওয়েবসাইটের বিশ্বাসযোগ্য গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। নিয়মিত নতুন ও মানসম্মত কনটেন্ট প্রকাশ করলে ওয়েবসাইটের ভিজিটর এবং সার্চ ইঞ্জিনের আগে কীওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ন। 

কীওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে জানা যায় মানুষ কি ধরনের বিষয় নিয়ে সার্চ করেন। কোন কীওয়ার্ড গুলো কন্টেন্টের ব্যবহার করলে তা সার্চ ইঞ্জিনে পাওয়া যায়। শুধু নতুন কনটেন্ট তৈরি করা নয় পুরনো কনটেন্ট নিয়মিত আপডেট করা ও জরুরী।এতে কনটেন্টের সব সময় প্রাসঙ্গিক থাকে এবং পাঠদেরং আস্তা বাড়ে। পাশাপাশি নতুন নতুন টিপসের উপর কনটেন্ট তৈরি করলে আরো বেশি অডিয়েন্স পাওয়া যায়।

ব্লগিং ও গেস্ট পোস্টিং ব্লগার ওয়েবসাইটের অর্গানিক ভিজিটর বাড়ানোর উপায় 

নিয়মিত ব্লগ পোস্ট করা ওয়েবসাইটের ভিজিটর আকর্ষণ করার একটি গুরুত্বপূর্ণ উপায়। জনপ্রিয় ব্লগে গেস্ট পোস্টিং করলে আপনার ওয়েবসাইটে ব্যাগ লিংক পাওয়া যায় এবং নতুন ভিজিটর আসে গেস্ট হোস্টিং এর মাধ্যমে আপনার নাম পরিচিত হয় এবং নতুন দর্শক আকৃষ্ট হয়। এটাই জনপ্রিয় ব্লগে গেস্ট পোস্ট করা চেষ্টা করা উচিত পোস্টে আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করা খুব জরুরী। যাতে পাঠকরা সহজে আপনার ওয়েবসাইটে পৌঁছাতে পারেন। এটি আপনার ব্লগার ওয়েবসাইটের অর্গানিক ভিজিট বাড়ানোর উপায়। 

ব্লগার-ওয়েবসাইটে-অর্গানিক-ভিজিটর-বাড়ানোর-উপায়

  • ভিডিও কনটেন্টঃ আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে ভিডিও কনটেন্ট একটি শক্তিশালী মাধ্যম।  ইউটিউব ও অন্যান্য ভিডিও প্লাটফর্মে ভিডিও শেয়ার করুন আপনার ভিডিও ভাইরাল হলে দ্রুত নতুন দর্শক আনতে পারবেন ভিডিওতে আপনার ওয়েবসাইটে লিংক সংযুক্ত করলে ভিজিটরেরা সহজে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।
  • ফোরাম ও কমিউনিটিঃ বিভিন্ন অনলাইন ফোরাম ও কমেডিনিটিতে সংক্রিয় থাকলে সহজে ওয়েবসাইটের নতুন ভেজিটর নিয়ে আসা সম্ভব। আপনি আপনার ওয়েবসাইটের লিংক সবার মাঝে শেয়ার করতে পারেন। এভাবে অংশগ্রহণ করলে নতুন দর্শকের কাছে আপনার ওয়েবসাইটটি পরিচিত হবে। অতিরিক্ত লিংক শেয়ার করলে তাঁর স্পামিং হিসেবে গণ্য হবে তাই সব সময় প্রাসঙ্গিক ও অর্থবহুল যোগ্য লিংক ব্যবহার করুন।

এক্সটার্নাল লিংক ব্যবহার করে ব্লগার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর বানানোর উপায় 

এক্সটার্নালিংক আপনার ওয়েবসাইটকে অন্য ওয়েবসাইটে সঙ্গে যুক্ত করে। এটি ভিজিটরদের জন্য অতিরিক্ত ও গভীর তথ্য সরবরাহ করে কন্টেন্টের বিশ্বসযোগ্যতা। গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনে অ্যালগরিদমে এক্সটার্নাল লিংক  একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। যখন আপনি মানসম্মত ও প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিংক দেন তখন সার্চ ইঞ্জিন ধরে নাই আপনার কনটেন্ট গবেষণা ভিত্তিক ও মানসম্মত এর ফলে কনটেন্টের প্রাসঙ্গিকতা ও গভীরতা আরো বেড়ে যায়। এবং সার্চ রেংকিং উন্নত হয়। 

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং করে আয় করার উপায়

এক্সটার্নাল লিংক ব্যবহার করলে ভিজিটরা তাদের প্রয়োজনীয় বিষয় জানতে তথ্য পেতে পারেন। আপনার ওয়েবসাইট একটি মূল্যবান তথ্যভাণ্ডার হিসেবে পরিচিত হয় ফলে ভিজিটরেরা সাইটে বেশি সময় কাটায় এবং বারবার ফিরে আসে। এক্সটার্নাল লিংকের মাধ্যমে আপনার ওয়েবসাইট বড় ওয়েব নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয় ।এতে শুধু ভিজিডর বাড়ে না বরং আপনার সাইডে একটি নির্ভরযোগ্য তথ্যকেন্দ্রে পরিণত হয়।

লেখকের শেষ কথা

বর্তমান সময়ে একটি ওয়েবসাইট সফল হওয়ার জন্য ভিজিটর বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিজিডর যতো বেশি ততো বেশি সম্ভাব্য গ্রাহক পাওয়া যায়। ওপরে অনেকগুলো ব্লগার ওয়েবসাইটের অর্গানিক ভিজিটর বাড়ানোর উপায় নিয়ে কথা বলা হয়েছে। আপনার যদি ব্লগার ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে উপরের টিপস গুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে দেখানো টিপস গুলো অবলম্বন করে আপনি আপনার ওয়েবসাইটটি ব্ল্যান্ডে পরিণত করতে পারেন। এই আর্টিকেল থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে তাদেরকে উপকৃত করুন। ধন্যবাদ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাইস-সল্ভ; আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url