তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো বিস্তারিত জেনে নিন


তৈলাক্ ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো। এমন প্রশ্ন আমাদেরকে অনেকেই করে থাকেন। আজকের আর্টিকেলের মাধ্যমে তৈলাক্ত ত্বক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
তৈলাক্ত-ত্বকের-জন্য-কোন-ফেসওয়াশ-ভালো
ত্বক তৈলাক্ত হওয়ার পিছনে বেশকিছু কারণ থাকে। আপনার ত্বকে তৈলাক্ত মুক্ত করতে পারে এমন সেরা ৫টি ফেসওয়াশ নিয়ে আলোচনা করবো। যা আপনার ত্বককে মসৃণ করে তুলতে সাহায্য করবে ও ত্বকের তৈলাক্ত দূর করতে সাহায্য করবে।

সূচিপত্রঃ তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো বিস্তারিত জেনে নিন 


তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো জেনে নিন 

আমাদের প্রত্যেকের ত্বক আলাদা হওয়ায় ত্বকের সমস্যাগুলো আলাদা ধরনের হয়ে থাকে। ভিন্ন ভিন্ন ত্বকের জন্য ভিন্ন ভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন: কারো ত্বক শুষ্ক, কারো ত্বক স্বাভাবিক, আবার অনেকের ত্বক তৈলাক্ত ও মিশ্র সংবেদনশীল হয়ে পারে। সমস্যা ধরন অনুযায়ী ত্বকের যত্ন নেওয়া উচিত। বর্তমানে সবচেয়ে বেশি দেখা তৈলাক্ত ত্বকের সমস্যা। এ ধরনের ত্বক মানে তেল তেলে আর ব্রনের ঝামেলা। 

যতই মুখ পরিষ্কার করা হোক না কেন মনে হয় ততই ব্রণ ও তৈলাক্ত বেড়ে যায়। ত্বক তৈলাক্ত হয় কেনো আগে এটি জেনে নেওয়া যাক। ত্বকের উপরে স্তরে সেবাম নামের একটি প্রাকৃতিক তেল উৎপন্ন হয়। এটি তোকে আর্দ্র রাখে এবং প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে কিন্তু অনেক সময় এই সেবাম প্রয়োজনে তুলনায় অতিরিক্ত উৎপন্ন হয়। এর ফলে ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যায়। এই বাড়তি তেল ত্বকের লোমকূপ বন্ধ করে ফেলে। যার থেকে ব্রণ, ব্ল্যাকহেডসহ নানা ধরনের ত্বকের সমস্যায় দেখা দিতে পারে। তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো এসব সমস্যা দূর করার জন্য সেরা ৫টি ফেসওয়াশ নিয়ে নিম্নের আর্টিকেলের থাকছে।

তৈলাক্ত ত্বকের জন্য অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ কার্যকর সমাধান 

ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে সঠিক ফেসওয়াশ বেছে নেওয়া খুবই জরুরী। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত বা ব্রণপ্রবণ তাদের জন্য অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ হতে পারে একটি আদর্শ সমাধান। এটি এমনভাবে তৈরি যা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বকের সতেজ রাখে। অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ ঠিক এখানেই ভূমিকা রাখে। এর বিশেষ ফর্মুলা ত্বকের গভীর থেকে ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয় যা ত্বককে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে।

অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশের উপকারিতাঃ
  • অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এটি ত্বকের বাড়তি সেবাম উৎপাদন কমায় ফলে চিটচিটে ভাব কমে যায়।
  • ব্রণ হ্রাস করে ফেসওয়াশের সক্রিয় উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু কমাতে সাহায্য করে এবং বিদ্যমান ব্রণ দ্রুত শুকিয়ে ফেলে।
  • রোমকূপ পরিষ্কার রাখে এটি ত্বকের গভীরে জমে থাকা তেল ধুলো ও মৃত কোষ দূর করে ফলে রোমকূপ বন্ধ হওয়ার ঝুঁকি কমে যায়।
  • ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করে নিয়মিত ব্যবহারে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস ধীরে ধীরে কমে যায়।
  • ভবিষ্যতের ব্ল্যাকআউট প্রতিরোধ করে রোমকূপ পরিষ্কার রাখায় নতুন ব্রণ উঠার সম্ভাবনা অনেকটা কমে যায়।
  • ত্বকের জন্য নিরাপদ অধিকাংশ অয়েল ফ্রি ফেসওয়াশ অ্যালার্জি টেস্টড হওয়ার এটি সংবেদনশীল ত্বকেও নিরাপদে ব্যবহার করা যায়।
যাদের জন্য ব্যবহার করা যাবে, যাদের ত্বক তৈলাক্ত ও ব্রণপ্রবণ ও যারা অতিরিক্ত তেল ব্ল্যাক হেডস ও রোমকূপের সমস্যায় ভুগছেন তারা এই ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। সঠিকভাবে ব্যবহার করলে অয়েল ফ্রি অ্যাকনে  ওয়াশ শুধু ত্বক পরিষ্কার রাখে না বরং দীর্ঘমেয়াদীবন ও অন্যান্য সমস্যার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তাই যারা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে চান তাদের জন্য এটি একটি বিশ্বস্ত সমাধান।

কসআরএক্স স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি ক্লিনজার তৈলাক্ত ত্বকের কার্যকর 

ত্বকের যত্নে সঠিক ফেসওয়াশ নির্বাচন করা অত্যন্ত জরুরী। বিশেষ করে যাদের ব্রণপ্রবন বা তৈলাক্ত ত্বক রয়েছে। কসআরএক্স স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি ক্লিনজার এমন ভাবে তৈরি ত্বকের গভীর থেকে পরিষ্কার করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের রাখে এবং ব্রণ ও ব্ল্যাকহেডস কমাতে সহায়তা করে। এর কোমল ফর্মুলা দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ এবং ত্বকের স্বাভাবিক আদ্রতা বজায় রাখে।

ক্লিনজারের বিশেষ উপকারিতাঃ
  • ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ সৃষ্টিকারী জীবাণু প্রতিরোধ করে এবং ত্বকের দাগ ধীরে ধীরে হারকা করতে সাহায্য করে।
  • ত্বকের তেল নিয়ন্ত্রণে রাখে যাদের ত্বক সবসময় চিটচিটে বা তৈলাক্ত হয়ে থাকে তাদের জন্য এটি দারুন উপকারি। এটি সিবাম উৎপাদন কমিয়ে ত্বককে সতেজ রাখে।
  • মৃত কোষ দূর করেন ত্বকের উপরিভাগের জমে থাকা মৃত কোষ সরিয়ে দেয় ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে।
  • রোমকূপের গভীর পরিষ্কার এই ক্লিনজার রোমকূপের ভেতরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল গড়িয়ে ফেলে যা পোরস ব্লক হয়ে যাওয়ার ঝুঁকি কমায়।
  • ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস হ্রাস করে নিয়মিত ব্যবহারে এটি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস পরিষ্কার করতে সহায়তা করে ফলে ত্বকের আরও সতেজ দেখায়।
  • ব্ল্যাকআউট কমায় এটি শুধু বিদ্যামান ব্রণ নয় ভবিষ্যতের ব্রেকআউট প্রতিরোধেও ভূমিকা রাখে।
  • ত্বক কোমল রাখে ক্লিনজারটি ত্বককে অতিরিক্ত শুষ্ক বা লালচে না করে বরং প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে ফলে ত্বক হয় নরম ও আরামদায়ক।
যারা ব্যবহার করবেন ,যাদের ত্বক তৈলাক্ত বা মিশ্র ধরনের, যারা নিয়মিত ব্রণ, ব্ল্যাকহেডস বা ব্রেকআউট সমস্যায় ভোগেন। যারা হালকা কোমর ক্লিনজার দিয়ে ত্বকের গভীর পরিচর্যা চান। শুধু তোর লাগতো নয় শুষ্ক বা সংবেদনশীল ত্বকের এটি ব্যবহার করা যায় কারণ এর ফর্মুলা খুবই জেন্টল।

দ্যা বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশের কার্যকর 

ত্বকের যত্নে বর্তমানের সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ফেসওয়াশ হলো দ্যা বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশ। বিশেষ করে তৈলাক্ত এবং ব্রণপ্রবন ত্বকের জন্য এটি একটি আদর্শ সমাধান হিসেবে কাজ করে। টি ট্রি অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের কারণে এটি ত্বকের পরিষ্কার ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গভীরভাবে পরিষ্কার করে এই ফেসিয়াল ওয়াশ ত্বকের গভীরে জমে থাকা ময়লা, ধুলোবালী, অতিরিক্ত তেল এবং মেকআপের অবশিষ্টাংশ দূর করে। এর ফলে ত্বকের ছিদ্রগুলো পরিষ্কার থাকে এবং ব্ল্যাকহেডস বা ব্ল্যাকআউট হওয়ার ঝুঁকি কমে যায়।

  • ব্রণ প্রতিরোধের কার্যকর টি ট্রি অয়েল স্বাভাবিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এটি ব্রণের মূল কারণ ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। নিয়মিত ব্যবহার করলে নতুন ব্রণ ওঠা কমে যায় এবং পুরনো ব্রণ শুকিয়ে আসতে সহায়তা করে।
  • ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে ফেসিয়াল ওয়াশ ব্যবহারের পর ত্বক সঙ্গে সঙ্গে সতেজ অনুভব হয়।অতিরিক্ত তেল দূর হওয়ার কারণে মুখ দেখতে নিস্তেজ লাগে না বরং উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়।
  • ত্বকের তেল নিয়ন্ত্রণ করে যাদের ত্বক তেল উৎপাদন করে তাদের জন্য এটি একটি কার্যকর সমাধান। এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট না করে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বকের ম্যাট ফিনিশ দেয়।
  • সংবেদনশীল ত্বকের জন্যও উপযোগী এতে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই যা ত্বকে জ্বালা বা অ্যালার্জি তৈরি করতে পারে। তাই সংবেদনশীল ত্বকেও এটি নিরাপদে ব্যবহার করা যায় ।
  • প্রাকৃতিক উপাদানের সমৃদ্ধি দ্যা বডি শপ সবসময়ই প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকে  এই ফেসিয়াল ওয়াশ মূল উপাদান হলো টি ট্রি অয়েল যা ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি প্রাকৃতিকভাবে যত্নে নেয়।

তৈলাক্ত ত্বকের জন্য ডিপ ক্লিন ফেসিয়াল ক্লিনজার কার্যকর সমাধান

ত্বকের যত্নের সঠিক ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করা অত্যন্ত জরুরী বিশেষ করে যাদের মুখ তৈলাক্ত, ছেদ্রবহুল ও ব্রণপ্রহর ডিপ ক্লিন ফেসিয়াল ক্লিনজার এমনভাবে তৈরি যা ত্বকের গভীর থেকে ময়লা, অতিরিক্ত তেল, মেকআপ ও মৃত কোষ সরিয়ে দেয়। এর নিয়মিত ব্যবহার ত্বককে মসৃণ, সতেজ এবং উজ্জ্বল রাখে পাশাপাশি ব্ল্যাকহেডস ও ঝুঁকি কমায়।

ডিপ ক্লিন ফেসিয়াল ক্লিনজারের মূল উপকারিতাঃ
  • ছিদ্র পরিষ্কার রাখে এটি ত্বকের পোরস বা ছিদ্রের গভীরে প্রবেশ করে জমে থাকা তেল ,ময়লা এবং মেকআপ দ্রবীভূত করে। ফলে ছিদ্র বন্ধ হওয়ার সম্ভাবনা কমে এবং ত্বক দীর্ঘ  সময় পরিষ্কার থাকে।
  • মৃত কোষ দূর করে ত্বএর উপরের স্তরে স্তরে জমে থাকা মৃত কোষগুলো সরিয়ে দেয় ফলে ত্বক শুষ্ক, রুক্ষ বা নিস্তেজ হয় না। এটি ত্বককে পুনরুজ্জীবিত ও নরম করে তোলে।
  • ব্রণ ও ব্ল্যাকহেডস প্রতিরোধ সহায়ক ছিদ্রের গভীরে। পরিষ্কার রাখার কারণে ব্ল্যাকহেডস,হোয়াইটহেডস এবং ব্রণের সম্ভাবনা কমে যায়  নিয়মিত ব্যবহারে ত্ব স্বাস্থ্যকর ও সমস্যামুক্ত থাকে।
  • ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অপ্রয়োজনীয় ময়লা ও তেল দূর হওয়ায় ত্বক সতেজ, স্বাস্থ্যকর এবং উজ্জ্বল দেখায়।
  • ত্বকের পুষ্টি গ্রহণ সহজ করে পরিষ্কার ত্বক আরও কার্যকরভাবে সিরাম, ময়েশ্চারাইজার এবং অন্যান্য পুষ্টি শোষণ করতে পারে ফলে ত্বকের যত্ন আরও কার্যকর হয়।
  • ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে এটি অতিরিক্তদের উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে তৈলাক্ত ভাব কমায়
  • এবং ত্বককে নরম ও মসৃণ রাখে।
যারা ব্যবহার করবেন ,তৈলাক্ত বা মিশ্র ত্বক, ব্রণপ্রবণ বা ব্ল্যাকহেডস সমস্যায় বা যাদের ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে চান। নিয়মিত ব্যবহারের ডিপ ক্লিন ফেসিয়াল ক্লিনজার ত্বকের গভীর থেকে পরিচ্ছন্ন, সতেজ ও স্বাস্থ্যকর রাখে। এটি শুধুমাত্র ক্লিনজিং নয় বরং ত্বকের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখে দীর্ঘমেয়াদি ত্বককে সুন্দর ও ব্রণমুক্ত রাখতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকের জন্য বুটস হুইপ ফেস ওয়াশ কার্যকর সমাধান 

বুটস হুইপ ফেস ওয়াশ চোখের ভেতরে জমে থাকা মৃত কোষ ও অতিরিক্ত তেলকে দূর করে। এর ফলে বন্ধ হয়ে যাওয়া পোরস পরিষ্কার হয় এবং নতুন ব্রণ হওয়ার ঝুঁকি কমে যায়। ত্বকের প্রবেশ করে ব্ল্যাকহেডস প্রতিরোধও সহায়তা করে। এতে ব্যবহৃত টি ট্রি এক্সট্র্যাক্ট একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান জব ব্রণ সৃষ্টি করে জীবাণু দমন করে। এটি ত্বকে শীতলতা এনে দেয় এবং লালচে ভাব কমাতে সহায়তা করে। 

নিয়মিত ব্যবহার করে ত্বক হয়ে ওঠে সতেজ, পুরস্কার ও সুস্থ। এর হুইপ ফোম টেক্সচার অত্যন্ত নরম ও হালকা যা সহজেই ত্বকে ছড়িয়ে যায় এবং গভীরভাবে পরিষ্কার করে। অন্যান্য শক্তিশালী ফেসওয়াশের মতো এটি ত্বককে শুষ্ক করে ফেলে না বরং ময়েশ্চারাইজড অনুভূতি বজায় রাখে। বুটস হুইপ ফেস ওয়াশ দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ এবং বিশেষ করে তেলতেলে বা ব্রণপ্রবণ ত্বকের জন্য উপযোগী। এটি শুধু ময়লা দূর করে না বরং ত্বককে ভেতর থেকে সুস্থ করে তোলে।
 

ত্বক তৈলাক্ত হওয়ার কয়েকটি কারণ

  • হরমোনের প্রভাবঃ বয়ঃসন্ধি, গর্ভাবস্থা, মাসিকের সময় বা মেনোপজের মতো সময়ে শরীরে হরমোনের ওঠানামার কারণে ত্বক স্বাভাবিকের চেয়ে বেশি তেল উৎপন্ন করতে পারে। 
  • বংশগত কারণঃ পরিবারে যদি কারো অয়েলি স্কিন থাকে তাহলে অনেক সময় জেনেকটিকভাবে একই সমস্যা আপনারও দেখা দিতে পারে। 
  • খাদ্যাভ্যাসঃ ভাজাপোড়া, অতিরিক্ত তেলযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খেলে সেবাম উৎপন্ন  বেড়ে যায়। ফলে ত্বক সহজেই ত  হয়ে ওঠে।
  • মানসিক চাপঃ টেনশন বা স্ট্রেসের কারণে শরীরে কর্টিসল হরমোন বৃদ্ধি পায় সেবাস্তিয়ান গ্ৰন্থিকে সক্রিয় করে এবং অতিরিক্ত তেল নিঃসরণ ঘটায়।
  • আবহাওয়া ও পরিবেশঃ গরম বা আর্দ্র আবহাওয়ায় স্বাভাবিকভাবেই ত্বক বেশি তেলতেলে হয়ে যায়।
  • অসঠিক প্রসাধনী ব্যবহারঃ ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার না করলে স্কিন আরও তৈলাক্ত হয়ে যায়। সঠিক ফেসওয়াশ বাছাই করা খুব জরুরি।

লোরিয়াল মেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ফেস ওয়াশের উপকারিতা 

ত্বকের যত্নে পুরুষদের জন্য বিশেষভাবে তৈরি পুন্যগুলোর মধ্য লোরিয়াল যেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ফেসওয়াশ অনেক জনপ্রিয়। এটি তৈলাক্ত, ক্লান্ত ও দূষিত ত্বককে সতেজ করতে সহায়তা করে। তবে যেকোন প্রসাধন সামগ্রীর মতো এরও কিছু ভালো ঠিক রয়েছে নিচে এর উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

উপকারিতাঃ অয়েল কন্ট্রোল এই ফেসওয়াশ অতিরিক্ত তেল দূর করে এবং ত্বককে মসৃণ এবং পরিষ্কার রাখে। যারা বারবার তৈলাক্ত ভাব নিয়ে সমস্যায় ভোগেন তাদের জন্য এটি কার্যকর। ফ্রেশ লুক প্রদান পণ্যের ফর্মুলায় থাকা ক্যাফেইন ও ভিটামিন ত্বকে এনার্জি যোগায় ফলে মুখে ক্লান্তি ও মলিনভাব অনেকেই কমে যায়। দৃষণ পরিষ্কার ধুলোবালি, ঘাম ও পরিবেশগত দৃশণজনিত ময়লা দূর করতে এটি সহায়তা করে, যা শহুরে জীবনে বিশেষ ভাবে প্রয়োজনীয়। দৈনিক ব্যবহার উপযোগী প্রতিদিন ব্যবহার করার মতো হালকা ফর্মুলা তৈরি তাই নিয়মিত ব্যবহারে ত্বক সতেজ ও উজ্জ্বল থাকে। সহজে ব্যবহারযোগ্য টেক্সচার ফোমি হওয়ায় এটি সহজে মুখে লাগানো যায় এবং দ্রুত ধুয়ে ফেলা যায়।


লোরিয়াল মেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ফেস ওয়াশের অপকারিতা 

শুষ্ক ত্বকে অস্বস্তি যাদের শুষ্ক বা সেনসিটিভ ত্বক আছে তাদের জন্য এটি ত্বক আরও শুষ্ক ও টানটান করে ফেলতে পারে। কেমিক্যাল কন্টেন্ট এতে সালফেট ও অন্যান্য কেমিক্যাল উপাদান রয়েছে যা সেনসিটিভ ত্বকে জ্বালা বা অ্যালার্জি তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবহার দীর্ঘ সময় নিয়মিত ব্যবহারে কিছু ব্যবহারকারী ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরী। 

সব ধরনের ত্বকের জন্য নয় বিশেষ করে শুষ্ক ত্বক অতিরিক্ত সেনসিটিভ স্কিনের ব্যবহার উপযুক্ত নয়। লোরিয়াল মেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ফেস ওয়াশ পুরুষদের তৈলাক্ত ও ক্লান্ত ত্বককে সতেজ রাখার জন্য ভালো একটি বিকল্প। এটি অয়েল কন্ট্রোল, ফ্রেশনেস ও দৃষণমুক্ত রাখার ক্ষেত্রে কার্যকর হলোও শুষ্ক ও সেনসিটিভ ত্বকের জন্য তেমন উপকারী নয় তাই ব্যবহারের আগে ত্বকের ধারণা বিবেচনা করা উচিত।

 লেখকের শেষ কথা 

তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের যত্ন সবচেয়ে কার্যকর সমাধান গুলোর মধ্যে অন্যতম হলো কসআরএক্স স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি ক্লিনজার। এতে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি ক্লিনজার ত্বকের গভীর থেকে জমে থাকা অতিরিক্ত তেল ধুলাবালি ও মৃত কোষ পরিষ্কার করে। ফলে রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায় এবং ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস প্রতিরোধে সাহায্য করে। এর ফর্মুলা খুবই কোমল তাই এটি প্রতিদিন ব্যবহার করা যায়। 

ত্বকের অতিরিক্ত শুষ্ক বা টানটান না করে প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে যা ত্বকের জন্য বিশেষভাবে জরুরি। একই সঙ্গে এর অ্যান্টিব্যাকটিরিয়ার গুন ব্রণ সৃষ্টিকারী জীবনও নিয়ন্ত্রণ করে এবং নতুন ব্রণ উঠাতে বাধা দেয়। তাই আমি মনে করি এই ফেসওয়াশটি উপরের বলা ৫ টি ফেসওয়াশ এর মধ্যে ভালো একটি ফেসওয়াশ। আশা করি তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো বিস্তারিত জানতে পেরেছেন। ধন্যবাদ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাইস-সল্ভ; আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url